জুমবাংলা ডেস্ক : একজন মা যখন সন্তানকে বড় করে তুলে তখনকি তিনি ভাবেন যে এই সন্তানই একদিন তাকে যায়গা করে দিবে দুর্গন্ধ টয়লেটে? নিশ্চয় একজন মা এমনটা ভাবেন না। তিনি সন্তান বড় হওয়ার সাথে সাথে নিজের স্বপ্নকে বড় হতে দেখেন।
রংপুরের সিটি কর্পোরেশনের বাসিন্দা নছিমন বেওয়া। বয়স ১’শ পার হয়েছে। শরীরটা চলেনা, বয়সের ভারে নুয়ে পড়েছে। লাঠিতে ভর দিয়ে কোনো রকমে হাঁটতে পারেন। বয়স প্রায় একশ। ছেলে-মেয়ে থাকার পরও স্বামীহারা এই বৃদ্ধার মাথা গোঁজার জায়গা নেই।
নিদারুণ কষ্ট আর মানবেতর যন্ত্রণায় বছরের পর বছর টয়লেটেই তার দিন কাটছে। টয়লেটই এখন নছিমন বেওয়ার ঠিকানা। সেখানে আছে ভাঙা একটি চৌকি, চট আর কিছু পানির বোতল। টয়লেটের দুর্গন্ধের সঙ্গে রাতে অসহ্য গরম আর মশার কামড় এই বৃদ্ধার এখন নিত্যসঙ্গী। কোনো রকমে রাত পার হলেই লাঠিতে ভর করে টয়লেট থেকে বেরিয়ে পড়েন নছিমন বেওয়া।
কখনও রাস্তার ওপর, কখনওবা ড্রেনের স্লাবের ওপর বসে-শুয়ে থাকেন। এমন কষ্টের দৃশ্য সন্তানদের চোখে না পড়লেও গ্রামের মানুষ ঠিকই উপলব্ধি করতে পারেন। তাই স্থানীয়দের সাহায্য সহযোগিতায় খাবার জোটে তার মুখে।
জানা গেছে, বৃদ্ধা নছিমনের স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের অনাদরে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করতেন। একসময় বড় ছেলে জয়নাল মিয়ার মায়ের প্রতি মায়া হয়। মার জন্য কলোনির ভেতরে সিটি কর্পোরেশন থেকে তৈরি করা পাবলিক টয়লেটের এক কোনায় থাকার ব্যবস্থা করে দেন। এরপর থেকে ওই টয়লেটই বৃদ্ধা নছিমনের ঠিকানা।
প্রতিবেশী সালমা বেগম বলেন, আমরা গ্রামবাসী সাধ্যমতো বৃদ্ধাকে সাহায্য সহযোগিতা করি। তার দুই ছেলে ও দুই মেয়ে এখনও জীবিত। তারা কেউই ঠিকমতো দেখাশুনা করেন না। এটা অমানবিক এবং গুরুতর অন্যায়। সন্তানরা যেহেতু মাকে ঠাঁই দিতে পারছেন না, তাই নছিমনকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্টদের সহায়তা চান তিনি।
এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. হাসনা বানু বলেন, আমি ব্যক্তিগতভাবে ওই বৃদ্ধাকে প্রায়ই টাকা ও খাবার দিয়ে সহযোগিতা করি। তার ছেলে সন্তানরা থাকার পরও টয়লেটে বসবাস খুবই দুঃখজনক। সিটি কর্পোরেশন থেকে তার জন্য বয়স্কভাতাসহ অন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করব।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।