জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্তের পর তার ছেলেসহ আরও চার জন আক্রান্ত হয়েছেন। বাকি তিন জন হলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট, ভারত ফেরত এক যাত্রী ও শার্শার দক্ষিণ সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের এক বাসিন্দা
Advertisement
রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এই চার জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ২২ এপ্রিল ওই নারী চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত শার্শায় মোট পাঁচ জন করোনায় আক্রান্ত হলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।