বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার দারুণ সব ছবি ও ভিডিও আপলোড করে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এর আগে সুইমিংপুলে লাফ, ঘোড়ার সঙ্গে দৌড়ের পাশাপাশি বোতল ক্যাপ চ্যালেঞ্জসহ বেশকিছু ভিডিও শেয়ার করেন ভাইজান। এবার মায়ের সঙ্গে নেচে অন্তর্জালে তুফান ছোটালেন বলিউড সুলতান। এ মহাতারকা লিখেছেন, ‘মা বলেছেন এইসব নাচগান বন্ধ করতে।’
আজ সোশ্যাল মিডিয়ায় মা সালমা খানের সঙ্গে পা মেলানোর ভিডিও শেয়ার করেছেন সালমান। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিখ্যাত সংগীতশিল্পী সিয়ার ‘চিপ থ্রিলস’ গানে মায়ের সঙ্গে নাচছেন সালমান। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঝড় তুলেছে। মাত্র ২৫ মিনিটে চার লাখের বেশি ভিউয়ার্স পেয়েছে ভিডিওটি। একই ভিডিও শেয়ার করেছেন ফেসবুকেও।
সালমান ও তাঁর মায়ের বন্দনায় মেতেছেন ভক্তরা। এক ভক্ত ইনস্টাগ্রামে পোস্টের নিচে লিখেছেন, ‘একে অন্যের জন্য সৃষ্টি করা হয়েছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘ঝাক্কাস।’ ভালোবাসার ইমোজিতে ভরে উঠছে মন্তব্য-ঘর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।