বিনোদন ডেস্ক : দেশ-বিদেশে প্রায়ই কাজে যান শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বাবা-মায়ের সঙ্গে আব্রাম খান জয়ের যাওয়ার সুযোগ কমই ঘটে।
এবার সে সুযোগটা হলো। অপু বিশ্বাসের ডাক এলো মালয়েশিয়া থেকে। আর সেটাকে ঘিরে ঘোরাঘুরির ট্যুরও সাজিয়েছেন এ নায়িকা। সঙ্গে রেখেছেন সন্তান ও মাকে।
১৩ সেপ্টেম্বর মালয়েশিয়াতে গিয়েছেন তারা।
জানা যায়, বাংলাদেশি সাংস্কৃতিক মেলায় অংশ নেওয়ার পাশাপাশি সেখানে ছুটি কাটাবেন তারা।
আগামীকাল (১৬ সেপ্টেম্বর) দেশটির জোহর বারুতে এই শোটি অনুষ্ঠিত হবে। এতে অপু ছাড়াও অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও ফকির শাহাবুদ্দিন।
এদিকে, সিনে পর্দাতেও ব্যস্ততা বাড়ছে অপু বিশ্বাসের। কাজ শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ ছবির কাজ শেষ করেছেন অপু। সুবীর মণ্ডলের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।