আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম প্রতিবেশীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে মেয়েসহ এক ফরাসি মা ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) তুরস্কের আইডেন প্রদেশের এক মসজিদে তাঁরা ইসলাম গ্রহণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও মেয়ের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই তাঁদের অভিনন্দন জানাতে থাকেন। ভিডিওতে একজন তুর্কি ইমামের সামনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, মা ও মেয়েকে তুর্কি ইমামের মুখে মুখে কালেমা পাঠ করেন। কালেমা পাঠের সময় তাদের পাশে একজন হিজাবি নারীকেও দেখা যায়। এ সময় মা ও মেয়েকে তুর্কি ভাষা অনুবাদ করে দিতে একজন ফরাসি দোভাষীও উপস্থিত ছিলেন।
মা ও মেয়ের ইসলাম গ্রহণের ঘটনায় সমাকি যোগাযোগা মাধ্যমে অনেকে তাদের অভিবাদন জানান। অনেকে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ, ইসলামফোবিয়া ও ঘৃণার পরিবেশ ক্রমাগত বাড়ছে। তবে এসবের মধ্যেও ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন।
أم فرنسية وابنتها تتأثران بجيرانهما المسلمين وتقرران الدخول في الإسلام ونطق الشهادتين في ولاية آيدين غربي #تركيا pic.twitter.com/EFt8MCaLpk
— TRT عربي (@TRTArabi) December 24, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।