জুমবাংলা ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চর থেকে এক নারী ও তার পাঁচ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশুকন্যা আয়েশা খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে শেফালী খাতুন তার অসুস্থ্য শিশু সন্তানকে কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। রোববার বিকেলে পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যমুনা নদীর দুর্গম চরে মা ও মেয়ের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ রাতে নৌকায় করে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মা-মেয়েকে হত্যার পর মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।