বিনোদন ডেস্ক : শুক্রবার (১২ জুলাই) গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনন্ত ও রাধিকা। দীর্ঘ সময়ের প্রাক বিয়ের অনুষ্ঠানের পর অবশেষে চার হাত এক হলো তাদের। বিয়ের দিন সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী আচার অনুষ্ঠান শুরু হওয়ার আগে মন্ডপে প্রবেশ করে অনন্ত। এ সময় বরকে বরণ করে নেন রাধিকার মা শায়লা মার্চেন্ট। মেয়ের বিয়েতে নাচতেও দেখা যায় শায়লাকে।
আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানের পরে কিছু ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। সামনে আসছে তারকাদের অজানা অনেক তথ্য। বিয়েতে নববধুর সঙ্গে নজর কেড়েছে রাধিকার মা শায়লা ও বোন অঞ্জলি মার্চেন্টের নৃত্য পরিবেশন।
অনন্ত আম্বানির শাশুড়ির সঙ্গে মা নীতা আম্বানির তুলনাও করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন কে কার থেকে এগিয়ে রয়েছেন? তাদের আলোচনা আসতে দুজনের তুলনার হিসাবও করছেন কেউ কেউ।
এক নজরে শায়লা মার্চেন্ট-
গুজরাটের কচ্ছে জন্মগ্রহণ করেন শায়লা। শায়লা ভাটিয়া (তার প্রথম নাম) মুম্বাইয়ের অ্যাক্টিভিটি হাই স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ব্যবসায়ী বীরেন মার্চেন্টকে বিয়ে করেন এবং প্রায় ৩০ বছরের বিবাহিত জীবন তাদের। এই দম্পতি কচ্ছের বাসিন্দা তবে বর্তমানে থাকেন মুম্বাইতে। শায়লা ও বীরেনের দুই মেয়ে-অঞ্জলি মার্চেন্ট মাজিথিয়া এবং রাধিকা মার্চেন্ট আম্বানি।
শায়লা মার্চেন্ট শুধু একজন ফ্যাশনপ্রেমীই নন, তিনি এনকোর হেলথকেয়ার লিমিটেডের একজন মালিকও। ডিএনএ অনুসারে তার মোট সম্পত্তির মূল্য প্রায় ১০ কোটি রুপি। এছাড়াও তিনি অথর্ব ইম্পেক্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক এক্সিম প্রাইভেট লিমিটেড এবং হাভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড-সহ কয়েকটি কোম্পানির ডিরেক্টর।
১৯৬৭ সালে জন্ম হয় শায়লার। তার বয়স বর্তমানে ৫৬ বছর। অর্থাৎ নীতা আম্বানির চেয়ে ৪ বছরের ছোট তিনি।
এক নজরে নীতা আম্বানি-
নীতা আম্বানি ১৯৬৩ সালের ১ নভেম্বর মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রবীন্দ্রভাই দালাল এবং মায়ের নাম পূর্ণিমা দালাল। তিনি নরসি মঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি অল্প বয়স থেকেই ভরতনাট্যম চর্চা শুরু করেন এবং একজন দক্ষ ভরতনাট্যম নৃত্যশিল্পী হয়ে ওঠেন।
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী তিনি। ফোর্বসের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি এশিয়ার শীর্ষ ধনী। মুকেশের স্ত্রী নীতা আম্বানি একজন শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।