বিনোদন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের নতুন পরিচয় তিনি মা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫-এ পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে জন্ম দিলেন পুত্র সন্তানের। খবর ছড়িয়ে পড়তেই নেট মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। পিতৃপরিচয় গোপন রেখে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। বৈঠক শেষে নুসরত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। গাড়িতে ওঠার সময় মুখ্যমন্ত্রীকে নুসরাতকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখেই বলেন, ‘ওকে অনেক অভিনন্দন।’
২০১৯ সালের তুরস্কে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত। কলকাতায় রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বিয়েই যখন আইন অনুসারে বৈধ নয় বলে বিবৃতি প্রকাশ করেন নুসরত, তখন সমালোচনার মুখে পড়েছিলেন মমতা ব্যানার্জিও। এতকিছুর পরেও নুসরতের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে শাসক দলের সুপ্রিমোর। বাংলার মসনদে দিদি রাখতে, বিবাদ বিচ্ছেদের জল্পনা উড়িয়ে প্রচার চালিয়ে গিয়েছিলেন নুসরত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও, দলের আরও তিন নেতা, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তীর শুভেচ্ছাও পেয়েছেন নুসরত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।