বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। সুখবরটি জানিয়েছেন স্বাগতা নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে খুশি দুই পরিবারের সবাই বলে জানান তিনি।
স্বাগতা বলেন, ‘এক বছর আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। যেহেতু আমাদের দুজনেই মোটামোটি বয়স হয়েছে। আমাদের একটা বাবু চাই। তবে খুশির সঙ্গে আমরা কিছুটা চিন্তিতও বটে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করেন দেন।’
প্রসঙ্গত, গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তাঁর স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।
হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।
বর্তমানের একটি টিভি চ্যানেলে ‘স্টার গসিপ’ নামের শো নিয়ে ব্যস্ত স্বাগতা। এছাড়া সম্প্রতি একটি জুস ও একটি পার্সেল কোম্পানির বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।