বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়ে ফের জোর গুঞ্জন- তিনি নাকি মা হতে চলেছেন। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই অভিনেত্রীকে সম্প্রতি আলিবাগে দেখা যায় ঢিলেঢালা পোশাকে। আর সেখান থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে। ক্যাটরিনা ও তার স্বামী ভিকি কৌশল এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা এবং চলতি বছরের অক্টোবর বা নভেম্বরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন তিনি। সন্তান জন্মের পর অভিনেত্রী নাকি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন, যাতে নবজাতকের সঙ্গে সময় কাটাতে পারেন।
এর আগে একাধিকবার ক্যাটরিনার গর্ভধারণের খবর ছড়ালেও সেগুলো ছিল গুঞ্জনেই সীমাবদ্ধ। বিশেষ করে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ (২০২৪) সিনেমা মুক্তির সময় এই প্রসঙ্গ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তখন ভিকি মজা করে বলেছিলেন, ‘এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা অবশ্যই জানাব।’ তার মন্তব্যেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। বিজয় সেতুপতির সঙ্গে তার এই ছবি দর্শক-সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পায়। এরপর থেকে নতুন কোনো প্রজেক্টে নাম লেখাননি তিনি।
এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন- গুঞ্জন কি সত্যিই সুখবর হয়ে আসছে, নাকি আবারও তা রটনার পর্যায়েই থেকে যাবে। তবে যাই হোক না কেন, ক্যাটরিনা-ভিকি দম্পতিকে নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।