মা হচ্ছেন পরীমনি, সন্তানের বাবা যিনি!

বিনোদন ডেস্ক:  মা হচ্ছেন পরীমনি।বাস্তবেই অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে যাচ্ছেন। সোমবার দুপুরে গণমাধ্যমকে নিজেই তিনি এ খবর জানিয়েছেন।

সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি।

এ বিষয়ে পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।

তিনি আরও বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

মা হচ্ছেন পরীমনি এটাই এখন প্রধান খবর।

গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে প্রেমে পড়েন তারা

এদিকে সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। এই পোস্টে পরীমনিকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। এদিকে পরীমনি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে।

সালমান খানের ‘ক্যারেক্টর সার্টিফিকেটই’ বদলে দিলেন সাবেক প্রেমিকা