বিনোদন ডেস্ক: মালাইকা আরোরা। বলিউড অভিনেতা আরবাজ খানের সাবেক স্ত্রী তিনি। নানা কারণে সব সময়ই লাইমলাইটে থাকেন এ অভিনেত্রী। কয়েক বছর ধরে তিনি আলোচনায় রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে তার রোম্যান্সের কারণে। তবে এবার তাকে নিয়ে আলোচনা শুরু হলো তার মা হওয়ার ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মালাইকা। তবে বর্তমান প্রেমিক অভিনেতা অর্জুন কাপুর না-কি এ ব্যাপারে একেবারেই কিছু জানেন না।
জানা গেছে, কন্যা সন্তানের মা হওয়ার সাধ ছিল বহু দিন ধরে। এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে আগেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলে আরহানের সঙ্গে সেই নিয়ে আলোচনাও করেছেন মালাইকা। তবে অর্জুন কাপুর নাকি এ ব্যাপারে নিমরাজি। আর তাই ইচ্ছা পূরণ করতে অর্জুনকে না জানিয়েই কন্যা সন্তান দত্তক নিতে চান নায়িকা।
সম্প্রতি নায়িকা কারিনা কাপুর খানের সঙ্গে এক সাক্ষাৎকারে কন্যা সন্তান দত্তক নেওয়ার কথা বলেন অর্জুন-প্রেমিকা। তিনি বলেন, আরহানকে আমি পাগলের মতো ভালবাসি। তবুও এক কন্যাসন্তানের মা হওয়ার ইচ্ছা বহু দিন ধরে। নিজের পছন্দমতো সাজাব তাকে। এই ইচ্ছার কথা আমি আরহানের কাছ থেকে লুকাইনি। আমি জীবনের সব সমস্যা আলোচনা করি ছেলের সঙ্গে। সব সিদ্ধান্তই ছেলেকে সঙ্গে করে নিই।
মালাইকা আরহানকে জানিয়েছেন, একটি ছোট মেয়েকে তিনি বাড়িতে নিয়ে আসতে চান। নতুন পরিবার দিতে চান। আরহান যদিও তার মায়ের ইচ্ছার কথা শুনে কী জবাব দিয়েছেন, তা জানাননি মালাইকা।
মালাইকা তার পুরনো বন্ধু কারিনাকে বললেন, আমি নিজে এমন এক পরিবার থেকে এসেছি, যেখানে মেয়েদের সংখ্যা বেশি ছিল। এখন আমাদের পরিবারে শুধুই ছেলে। আমার নিজের বোন রয়েছে। আমরা চিরকাল একে অপরের পাশে দাঁড়িয়েছি। দুজন-দুজনকে সব কথা বলেছি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ২০০২ সালে জন্ম নেয় তাদের পুত্র আরহান। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় বলিউডের এই জনপ্রিয় জুটির। আপাতত অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। প্রেমের বয়স বছর তিনেক হলেও তাদের বিয়ের খবর শোনা যায়নি এখনো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



