বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বেশি অনেকদিন থেকে উত্তাল বলিপাড়া। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত চূড়ান্ত কোন ঘোষণা দেননি। তবে প্রথম থেকেই এই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে। সেই বিতর্কের মাঝেই সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে জয়ার পুরনো এক মন্তব্য চর্চায় উঠে এসেছে।
মূলত ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার সাথে খোলামেলা এক আলোচনায় জয়া বচ্চন বলেছিলেন, পুত্রবধূকে শাসন করার প্রয়োজন নেই তার। সেটি করার জন্য ঐশ্বরিয়ার মা রয়েছেন। মূলত পুত্র অভিষেক বচ্চন এবং কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে কড়া শাসনে রাখতেন জয়া। সে কথাও অকপটে নিজেই স্বীকার করেছিলেন তিনি। কিন্তু ঐশ্বরিয়া ক্ষেত্রেও কি তা-ই?
প্রশ্নের উত্তরে জয়া বলেছিলেন, “আমি কেন ওকে শাসন করব? ও আমার পুত্রবধূ। মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওকে শাসন করেছেন।” জয়া বচ্চন আরো বলেছিলেন, “মেয়ে আর পুত্রবধূর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা ভাবে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। তারা অতটা গুরুত্ব পান না। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রে মেয়েরা সেটা করেন না।”
অমিতাভ-পত্নী এও বলেছিলেন যে, পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তার কথায়, “পরে অনেক কিছুরই পরিবর্তন হয়। আজ আমি নিজেকে ভাদুড়ী কম, বচ্চন বেশি মনে করি।”
ক্যামেরার সামনে বচ্চনরা সব সময় সুখী পরিবার। তাইতো বি-টাউনের একটা অংশ বলে থাকে অমিতাভ-জয়ার সঙ্গে বরাবরই ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভাল। কিন্তু সত্যিই কি তাই? – ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।