বিনোদন ডেস্ক : মা হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী কুণাল বর্মা।
মা হওয়ার আগে পূজার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল সাইটের হাত ধরে সামনে আসে। অবশেষে অপেক্ষার অবসান হল। পূজার কোল জুড়ে এলো এক ফুটফুটে শিশু।
কুণাল বর্মা শুক্রবার (০৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাবা-মা হওয়ার কথা জানান।
প্রথম সন্তানের আগমনে বেজায় খুশি পূজার স্বামী কুণাল। তিনি জানান, পূজা এবং ছেলে দু’জনই ভালো এবং সুস্থ আছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেছেন পূজা। বেবি বাম্প’র বিশেষ ফটোশুটও করেছিলেন তিনি।
তার স্বামী কুণাল বর্মার পোস্ট করা বেশ কিছু ছবি বিভিন্ন সময়ে ইন্টারনেটে প্রশংসিত হয়েছে। তাদেরকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।
চলতি বছরের শুরুতেই পূজা ও কুণাল রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তারা পারম্পরিক রীতি মেনেও বিয়ে সারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।