মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী
মা হয়েছে নানার ধর্ষণে অন্তঃসত্বা সেই কিশোরী। ওই কিশোরী ফুটফুটে একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে। তবে, ওই শিশুকে নিয়ে বিপাকে পড়েছে ওই পরিবার শুনতে হচ্ছে প্রতিবেশির কটুকথা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে সিজার করে শিশুর জন্ম হয়। এর আগে কিশোরীর মা গত ৩০ জুন রাতে আব্দুল বারেককে আসামী করে একটি অভিযোগ করেন।
পরে ১ জুলাই রাতে আব্দুল বারেককে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই আব্দুল বারেককে গ্রেফতার করে পুলিশ।
মা হওয়া ওই কিশোরী বলেন, আমি আমার ছেলের বাবার প্রকৃত পরিচয় চাই। কেউ যেন আমার ছেলেকে কটুকথা না বলতে পারে। এ জন্য আমি আইনের মাধ্যমে আমার ছেলের পিতৃ পরিচয় চাই।
কিশোরীর মা বলেন, ওই শিশুকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর বিচার চাই।
আব্দুল বারেকের স্ত্রী হাসেন বানু বলেন, আমার স্বামী দোষী না। তাকে ফাঁসানো হয়েছে। তবে, আমরা কোন আপোস মিমাংসা করব না।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ জানান, ওই মামলায় আসামী বর্তমানে জেলে আছে। ভিক্টিম মেয়েটি একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।