আন্তর্জাতিক ডেস্ক : ফের আকাশে উড়লেন ভারতের বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দীর্ঘ সময় পেরিয়ে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি থেকে মিগ-২১ যুদ্ধবিমানে চেপে আকাশে পাড়ি দিলেন তিনি। তবে একা নয়। তাঁর সঙ্গী ছিলেন ভারতের বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া।
গত ২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। তবে পাক অধিকৃত কাশ্মীরে তাঁকে ধরা পড়তে হয় পাক সেনার হাতে। সেখানেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ কূটনৈতিক দোলাচলের পর তিনি অক্ষত অবস্থায় দেশে ফেরেন। স্বাধীনতা দিবসে তাঁকে বীর চক্র সম্মান প্রদান করে ভারত সরকার। দীর্ঘ চিকিত্সা ও পরীক্ষা-নীরিক্ষার পর সম্প্রতি তাঁকে ফের ওড়ার অনুমতি দেওয়া হয়।
#WATCH Pathankot: IAF Chief Air Chief Marshal BS Dhanoa and Wing Commander Abhinandan Varthaman moving towards the MiG-21 before their sortie earlier today. #Punjab pic.twitter.com/Rz9KJVJVWi
— ANI (@ANI) September 2, 2019
অভিনন্দনের যুদ্ধবিমান যখন পাক অধিকৃত কাশ্মীরে নামানো হয়, তখন তিনি মিগ-২১-ই চালাচ্ছিলেন। যেই বিমানে দেশের মাটিতে প্রযুক্তিগত উন্নতি করা হয়েছে। প্রথমে এই বিমান কেনা হয়েছিল আমেরিকা থেকে। পরে কেনা হয় রাশিয়া থেকে। এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াও মিগ-২১-এর পাইলট। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় সীমান্তে পাকিস্তানকে কঠিন সবক শিখিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।