Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ব্যবসায়ী মোঃ সোহাগকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ নতুন ব্যাংকের মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা।
বিক্ষোভে বক্তারা মো. সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, “এ হত্যাকাণ্ড শুধু একজন নিরীহ ব্যবসায়ীকে হত্যা নয়, এটি গোটা সমাজ ও ব্যবসায়ীক নিরাপত্তার ওপর এক ভয়াবহ আঘাত।”
বক্তারা আরও বলেন, “সোহাগ ভাইয়ের হত্যাকারীদের যদি দ্রুত গ্রেফতার করে বিচার না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”
বিক্ষোভ শেষে একটি প্রতিবাদ মিছিল স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।