নিজস্ব প্রতিবেদক : অন্য বছরের মতো এবারও বার্ষিক বনভোজন, পারিবারিক মিলনমেলা, সংবর্ধনা অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করতে যাচ্ছে মিঠাপুকুর সমিতি, ঢাকা।
আগামী ৮ মার্চ সাভারের আমিনবাজার মধুমতি মডেল টাউনের লেক ভিউ রিসোর্টে এসব আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে রংপুর ৫ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. জাকির হোসেন সরকার ও রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মো. মোস্তাফিজার রহমানকে সংবর্ধনা দেওয়া হবে।
এতে সভাপতিত্ব করবেন মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সভাপতি ও সরকারের সাবেক সচিব মো. রেজাউল আহসান।
সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুষ্ঠানে সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মহসীন আলী মন্ডল প্রিন্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।