নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. রেজাউল আহসানকে সভাপতি এবং পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্সকে সাধারণ সম্পাদক করে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পাট গবেষণা ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট খালেদা খানম লাইজু। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার সুলতান আহমেদ, মো. আলতাফ হোসেন, মো. আবদুর রাজ্জাক, আসাদুজ্জামান রিপন ও সুলতান আহমেদ শাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম আশিক ও ড. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ মো. সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খঃ মো. ফিলিস্তিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম, সমাজ কল্যাণ সম্পাদক এম আর নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম সুমন এবং আইসিটি সম্পাদক হয়েছেন মো. জান্নাতুল মিয়া।
দিনব্যাপি বার্ষিক সাধারণ সভার আয়োজনটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। ঢাকায় বসবাসরত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দারা অনুষ্ঠানটি উপভোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।