বিনোদন ডেস্ক : বাঙালি হৃদয়ে যে কজন বঙ্গ সন্তান রাজত্ব করেন তাঁদের একজন অবশ্যই মিঠুন চক্রবর্তী। বলিউডের পর্দাকে দাপটে শাসন করা এক অন্যতম নাম মিঠুন। তাঁর নাচের ছন্দে, অভিনয়ে ৮০-র দশকে গোটা ভারত নাচত।
সুপারস্টার মিঠুন সে সময় ভারত বলেই নয় রাশিয়ানদের মনেও স্থায়ী জায়গা করে নেন। আজও রাশিয়া মিঠুন বলতে পাগল। সেই মিঠুন চক্রবর্তী এবার জানিয়ে দিলেন তাঁর আত্মজীবনীমূলক সিনেমা বা বায়োপিক হোক তা তিনি একদম চান না।
যে কোনও ক্ষেত্রের সেলেব্রিটির জীবন নিয়ে সিনেমা তৈরি এখন বলিউডের নতুন ট্রেন্ড। সেই সেলেব্রিটিদের তালিকায় মিঠুন চক্রবর্তীও পড়েন।
মিঠুনের জীবনের পথচলা খুব মসৃণও ছিলনা। অনেক ঘাত প্রতিঘাত, অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে আজ তিনি মিঠুন চক্রবর্তী হয়েছেন। আর সেটাই মিঠুনের বায়োপিক না তৈরি করার মূল কারণ।
মিঠুন সম্প্রতি একটি টিভি শোয়ে এসেছিলেন তাঁর পুরনো ডিস্কো ডান্সার সিনেমার কয়েকজনকে নিয়ে। সেখানেই তিনি বলেন, তিনি চান না তাঁর বায়োপিক হোক। কারণ তাঁর জীবনের লড়াই দেখার পর অনেকে হতাশ হয়ে যেতে পারেন। অনেকে নিজের লক্ষ্য ছোঁয়ার ক্ষেত্রে পিছপা হতে পারেন। এতটাই কষ্টকর সংঘর্ষময় তাঁর জীবন।
মিঠুন বলেন, একটা সময় তিনি ফুটপাতে শুয়ে থেকেছেন। একবেলা খাওয়ার পর জানতেন না পরের প্রহরে কি খাবেন। খালি পেটে দিনের পর দিন রাস্তায় শুয়ে কাটিয়েও সংঘর্ষ চালিয়ে গেছেন।
মিঠুনের গায়ের রংয়ের জন্য চিরদিন তাঁকে নানা কথা সহ্য করে যেতে হয়েছে। তবু রং নিয়ে কটাক্ষ থামেনি। তিনি চান না এত কষ্টকর একটা জীবন পর্দায় তুলে ধরতে। যা অনেককে হতাশ করে দিতে পারে।
তবে ছোটদের গানের এই অনুষ্ঠানে মিঠুনের ছোটদের কাছে বার্তা, সব সময় লক্ষ্যে অবিচল থাকতে। আর লক্ষ্য ছুঁতে কঠিন পরিশ্রম চালিয়ে যেতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।