বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়ালকম স্ন্যাপড্রাগন মানেই সবচেয়ে নির্ভরযোগ্য প্রসেসর। তবে সম্প্রতি তাদের চিপসেট নিয়ে নানা আপত্তিকর মন্তব্যও পাওয়া যাচ্ছে। এখনও স্মার্টফোনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রসেসর কোয়ালকম। সম্প্রতি সেভেন জেন ওয়ান নামে একটি মিডরেঞ্জ প্রসেসর তারা উন্মুক্ত করেছে।
জানা গেছে, মিডরেঞ্জ চিপ হলেও এটি আগের যেকোনো চিপ থেকে ৫০ শতাংশ বেশি পারফরমান্স দেবে। এমনকি চার্জ সাশ্রয়েও এটি ১৩ শতাংশ বেশি পার্ফর্ম্যান্স দেবে। নতুন এই প্রসেসর ২০০ মেগাপিক্সেল ক্যামেরাও সহজেই প্রসেস করতে পারবে। তাছাড়া নেটওয়ার্ক অ্যাডাপটর হিসেবে স্ন্যাপড্রাগন এক্স৬২ মডেম ব্যবহার করা হয়েছে। ওয়াই ফাই সিক্স থাকায় বোঝাই যায় এর নেটস্পিডও হবে দুর্দান্ত।
যতটুকু জানা গেছে, নতুন চিপটি রেডমি ও রিয়েলমির ফোনে ব্যবহার করা হবে। তবে কোন মডেলে ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি। এই বছরই কোনো একটি ফোনে চিপটি আসবে। কোয়ালকম এখন অপটিমাইজেশন পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছে।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।