খুব শীঘ্রই বাজারে আসছে Vivo X90 সিরিজের স্মার্টফোন। সম্ভবত এ বছরের জানুয়ারি মাসের 31 তারিখে এটি বিশ্বব্যাপী লঞ্চ হতে পারে। লিক হওয়া একটি আর্টিকেলে বলা হয়েছিল যে, ভিভো এর এ স্মার্টফোনে কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হতে পারে।
তবে এখন আর কোয়ালকমের চিপসেট ব্যবহারের সম্ভাবনা নেই। Vivo X90 স্মার্টফোনে মিডিয়াটেক এর শক্তিশালী চিপসেট ব্যবহার করা হচ্ছে। এ সিরিজের স্মার্টফোনে প্রো প্লাস ভার্সনের মোবাইল ফোন থাকবে না। ভিভো এক্স ৯০ প্রো স্মার্টফোনের প্রসেসর হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট।
৪৮৭০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইন্সটল করা থাকবে। ভিভো এর নিজস্ব ফান টাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে।
এ অপারেটিং সিস্টেমটির ১৩ তম ভার্সন শুরু থেকেই উপভোগ করতে পারবেন। মোবাইলটির ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি। ১২০ ওয়াটের ফার্স্ট চার্জিং অপশন রাখা হয়েছে। স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১২৬০ গুণ ২৮০০ পিক্সেল।
Vivo X90 প্রো স্মার্টফোনে এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি প্রাইমারি র্যাম এর পাশাপাশি আট জিবি অতিরিক্ত র্যাম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ২৫৬ জিবি স্টোরেজ এ হ্যান্ডসেটে ইন্সটল করা থাকবে।
লেজেন্ডারে ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটি বিশ্বকাপের মার্কেটে পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে স্ট্যান্ডার্ড এডিশন এর সাথে প্রো ভার্সনের পার্থক্য কম। তবে Vivo X90 মোবাইল ফোনে ৪৮১০ মেগা হার্জের ব্যাটারি দেওয়া থাকবে।
অবশ্য দুই এডিশনের স্মার্টফোনে একই চিপসেট ব্যবহার করা হচ্ছে। Vivo X90 স্ট্যান্ডার্ড ভার্সনের দাম হতে পারে ৪১ হাজার রুপি এবং ৫২ হাজার টাকা। প্রো ভার্সনটির সম্ভাব্য দাম হতে পারে ৫৫ রূপি ও ৬৬ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।