চাইনিজ স্মাটফোন ব্র্যান্ড শাওমি তাদের 12 PRO এর ডাইমেনসিটি এডিশন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সবথেকে বড় চমক হচ্ছে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি প্রসেসরটি এই স্মার্টফোনে ব্যবহৃত হতে যাচ্ছে। miui 13 ইন্টারফেসের উপর ভিত্তি করে android 12 অপারেটিং সিস্টেম এই স্মার্টফোনে ইন্সটল করা থাকবে।
সর্বশেষ মিডিয়াটেকার ডাইমেনসিটি ৯০০০ মডেলের প্রসেসর এই স্মার্টফোনে অন্তর্ভুক্ত করা থাকছে। এটি আট কোড় এর একটি প্রসেসর যারা ক্লক স্পিড 3.2 গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকবে মালি জি সেভেন ওয়ান টেন মডেল। ৮ জিবি এবং ১২ জিবি মডেলের দুইটি ভেরিয়েন্ট থাকবে। স্টোর হিসেবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবির দুইটি ভেরিয়েন্ট থাকবে।
ডিভাইসটির ডিসপ্লের সাইজ হবে ৬.৭৩ ইঞ্চি। স্ক্রিন হবে এমোলেড প্যানেলের। রেজুলেশন হচ্ছে ৩২০০*১৪০০ পিক্সেল। ডিসপ্লেতে কর্নিল গরিলা গ্লাসের ফিচার থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের মধ্যেই অবস্থিত।
পেছনে তিনটি ক্যামেরা সেটআপ করা থাকবে। মেইন ক্যামেরা হচ্ছে ৫০ মেগা পিক্সেলের এবং এটি সনি এর সেন্সর দ্বারা তৈরি। সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এই স্মার্টফোনের আরেকটি শক্তিশালী দিক হচ্ছে এটির শক্তিশালী ব্যাটারি। ৫১৬০ মেগাহার্জের ব্যাটারি এখানে অন্তর্ভুক্ত করা থাকবে। পাশাপাশি ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার এখানে অ্যাভেলেবল থাকবে। এটি ফোন খুব দ্রুত শূন্য থেকে একশো শতাংশ পর্যন্ত চার্জ করে ফেলতে সক্ষম।
ফোনের মধ্যে ব্লুটুথ 5.3 এডাপ্টার রয়েছে। NFC কন্ট্রোলার এবং ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয়েছে। সর্বশেষ ওয়াইফাই সিক্স ভার্সন ইনস্টল করা আছে। ফোনটির দাম হচ্ছে 58 হাজার টাকা। তবে শাওমি এটি বাদেও আরো তিনটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা করেছে। এই তিনটি স্মার্টফোন হচ্ছে শাওমি ১২ এস, ১২এস প্রো এবং ১২এস আল্ট্রা। তবে এই তিনটি মডেলের একটিও চায়নার বাইরে গ্লোবাল মার্কেটে রিলিজ করা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।