বিনোদন ডেস্ক : বিশ্ব বাবা দিবস রবিবার। এ উপলক্ষে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি।
শনিবার দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, “হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।”
এ দিকে রবিবার সকালে মিথিলার টুইটটি শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।
ক্যাপশনে ‘উমা’ নির্মাতা লেখেন, “ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।”
মিথিলা-তাহসান দম্পতির মেয়ে আইরা। বিচ্ছেদের কয়েক বছর পর কলকাতার সৃজিতকে বিয়ে করেন এ অভিনেত্রী।
এর আগে সৃজিত একাধিকবার তাহসানের প্রশংসা করেছেন বিভিন্ন প্রসঙ্গে। তবে সাবেক স্ত্রীর বিয়ে নিয়ে বরাবরই নীরব ‘নো ল্যান্ডস ম্যান’ অভিনেতা।
Thank you Ayrur Ammu!😍😘 Also a very Happy Father's Day to Tahsan, thank you from the bottom of my heart for bringing our angel into this world!🤗🤗🤗 https://t.co/Qfu6H29hxN
— Srijit Mukherji (@srijitspeaketh) June 21, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।