আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর কারচুপির অভিযোগ এনে মিশিগানের নির্বাচনি ফল বাতিলের দাবিতে মামলা করেছিলেন ট্রাম্পপন্থী নয় আইনজীবী৷ বুধবার তাদের তিরস্কার করেছেন রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷ খবর ডয়চে ভেলে’র।
গত বছর ৮ নভেম্বরের নির্বাচনের পর মিশিগান কর্তৃপক্ষ জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছিলেন৷ এরপর কারচুপির অভিযোগ এনে রিপাবলিকান ছয় ভোটারের পক্ষে ফল বাতিল ও ভোটিং মেশিন ক্রোক করার দাবি জানিয়ে মামলা করা হয়েছিল৷ তবে আদালত দ্রুতই সেই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন৷
বুধবার ১১০ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেন ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷ তিনি ট্রাম্পপন্থি আইনজীবীদের মামলা করার বিষয়টিকে ‘বিচার প্রক্রিয়ার চরম অপব্যবহার’ বলে আখ্যায়িত করেন৷ মামলা করার আগে তাদের কারচুপির অভিযোগ ভালোভাবে তদন্ত করে দেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন পার্কার৷ আইনজীবীরা ‘ইচ্ছে করে গোলমাল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ এই মামলা ‘কখনই কারচুপি নিয়ে ছিল না- এটা আমাদের গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমানোর বিষয় ছিল’ বলে মন্তব্য করেন পার্কার৷
সম্ভাব্য জরিমানা
ট্রাম্পপন্থি আইনজীবীদের সনদ বাতিল করা হবে কিনা সে বিষয়ে ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷
এছাড়া তিনি ঐ আইনজীবীদের মামলা করার সময় নৈতিক ও আইনগত কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সে বিষয়ে জানতে শিক্ষাগ্রহণের নির্দেশ দিয়েছেন৷
আর মামলা পরিচালনা করতে গিয়ে মিশিগানের নির্বাচন কর্তৃপক্ষের যে খরচ হয়েছে সেটা দিয়ে দিতেও আইনজীবীদের নির্দেশ দেয়া হয়েছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।