বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বলা হয় তাঁকে। দেব থেকে পরমব্রত কিংবা অঙ্কুশ, টলিউডের একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও পা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে যাদবপুর থেকে সংসদে গিয়েছেন তিনি। বুঝতেই পারছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর কথাই বলা হচ্ছে।
কাজের ফাঁকে বাড়ি ফিরে আপনজনদের সঙ্গে সময় কাটান মিমি। তাদের সঙ্গেই কেটে যায় তাঁর অবসর সময়। যাদের নিজের ‘লাইফলাইন’ বলেই উল্লেখ করেন মিমি চক্রবর্তী। এবার ‘লাইফলাইন’-দের ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে আপনজনদের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সাংসদ। কারা মিমির জীবনের আপনজন? ছবিতে মিমি তাঁর দুই পোষ্যকেই ‘লাইফলাইন’ বলে উল্লেখ করেন।
To my lifelines#InternationalDogDay pic.twitter.com/E09opSk4sI
— Mimssi (@mimichakraborty) August 26, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।