মিমের বিয়ে থেকে ফিরে একে এক দু:সংবাদ পেলেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বিয়ের পরপরই স্বামী সনি পোদ্দারের সঙ্গে মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা ছিল। কিন্তু সনি ক’রোনায় আক্রান্ত হওয়ার কারণে হানিমুনসহ সব পরিকল্পনা থেকে সরে এসেছেন মিম। তবে এবার জানা গেলো মিমের বিয়েতে অংশ নেওয়া আরো কয়েকজন তারকা ক’রোনায় আক্রান্ত হয়েছেন।

মিমের বিয়ে থেকে যারা ক’রোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন, অভিনেতা সজল, ফারিয়া শাহরিন, মিলা হোসেন, ও পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। এর মধ্যে ক’রোনা আক্রান্তের কারণে মিলাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট বাতিল করতে হয়েছে। মিম জানিয়েছেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও ক’রোনা পজিটিভ।

এদিকে লাক্স তারকা ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে করো’নায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। ফারিয়া বলেন, ‘প্লিজ, সবাই পাবলিক গ্যাদারিংয়ে যাওয়া বন্ধ করেন। মাস্ক পরেন, আমার মতো ওভার কনফিডেন্ট হয়ে যাইয়েন না যে আপনি ক’রোনার চেয়ে বেশি পাওয়ারফুল, তাইলে কিন্তু শেষ। প্লিজ প্লিজ প্লিজ, দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হইয়েন না। বিয়ের মৌসুম বুঝলাম, তাই বলে বিয়ে খাইতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো কেউ কষ্ট যাতে না পায়, তাই অনুরোধ করছি। এইবারের করো’না খুব দ্রুত ছড়াচ্ছে। তাই নিজের পরিবার, বাচ্চাকাচ্চাদের কথা ভেবে নিরাপদে থাকেন।’

বিয়ের পর স্বামীকে নিয়ে বড় দু:সংবাদ পেলেন মিম, হানিমুন যাত্রা স্থগিত

গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সারেন মিম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। ছয় বছর পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ৪ জানুয়ারি। মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।