স্পোর্টস ডেস্ক : মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগামীকাল (১৭ অক্টোবর) রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান।
কিন্তু তার দেশে ফেরায় বাধা হয়ে দাঁড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি খুনের মামলা। বিসিবিও নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে।
কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফেরা এবং দেশ ত্যাগে কোনো বাধা নেই। এরপরই সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। কড়া নিরাপত্তায় তিনি সরাসরি উঠবেন টিম হোটেলে।
শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।