স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে ভারত প্রথমে ব্যাটিং করবে।
রবিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এই ম্যাচে নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। দলে নেই ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ।
অন্যদিকে চোটের কারণে ভারতে একাদশে নেই মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন, শাহবাজ আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।