জুমবাংলা ডেস্ক: অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (২৭ আগস্ট) মিরপুর ১২ নম্বর সেকশনে কালশী রোডের কাছে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে আবসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের জন্য চারটি ভবন মালিককে মোট সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবনগুলোর কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়। এছাড়া দুইটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ও ছয়টি ভবনের সামনের অবৈধ র্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিড়ি) উচ্ছেদ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (জোন-৩) মু: খায়রুজ্জামান এবং এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মাকিদ এহসান এ অভিযান পরিচালনা করেন। এছাড়া সহকারী অথোরাইজড অফিসার রঙ্গন মন্ডলসহ কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন।