স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে উঠানো হলো ১০কেজি পেরেক। যদিও এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই পেরেকগুলো ফেলে রেখে যাওয়া হয়। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগের দিন সরিয়ে নেয়া হয় পেরেকগুলো।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিড উইকেট অঞ্চলে বড় করে স্টেজ বানানো হয়। স্টেজের আশে পাশে তিন থেকে চারটি প্যান্ডেলও বানানো হয়েছিল। জানা গেছে, এ সকল কাজেই ব্যবহৃত হয়েছে পেরেকগুলো।
৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ৯ ডিসেম্বর স্টেজ খুলে ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়ে দায়িত্বে থাকা লোকজন। একদিনের মাথায় সব কাজ শেষ করে ফেললেও পেরেকগুলো এখানেই ফেলে রাখা হয়।
এরপর স্বাভাবিক গতিতেই চলছিল বিপিএলের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে মাঠ প্রস্তত করার কার্জক্রম। তখনই বিষয়টি মাঠ পরিষ্কার করতে আসা কর্মীদের নজরে আসে। এরপর কুড়িয়ে কুড়িয়ে পেরেক সরিয়ে ফেলা হয়।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পর এভাবে পেরেকগুলো ফেলে যাওয়া দায়িত্বহীনতারই পরিচয় দিচ্ছে। এতে বড় ধরনের অঘটন ঘটতে পারতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।