জুমবাংলা ডেস্ক: মিরসরাইয়ের ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের জানাজার নামাজের পর নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনের এবং বাকি ছয়জনের জানাজা নিজ নিজ এলাকায় সম্পন্ন হয়।
এদিকে নতুনপাড়া আজিজ মেম্বারের বাড়িতে গতকাল রাত সাড়ে ১২টায় একজন এবং ছমদিয়া স্কুল মাঠে একজনের জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফতেপুর ইউনিয়নে একজন, শিকারপুরে একজন এবং সকাল সাড়ে ১০টায় কেএস নজুমিয়া স্কুল মাঠে একজনের জানাজা অনুষ্ঠিত হয়।
হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট ,আমানবাজার ও খন্দকিয়া এলাকায় চলছে শোকের মাতম। নিহতের স্বজনদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে উঠছে বাতাস। দুর্ঘটনায় দায়ী লাইনম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জানাজায় অংশ নেওয়া নিহত স্বজনরা।
ছমদিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত নিহত তরুণদের জানাজার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকার মানুষ সেখানে আসা শুরু করেন। জানাজায় অংশ নেন হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ, উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম, চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ। এর আগে ওই তরুণদের বহনকারী অ্যাম্বুলেন্স মাঠে এসে পৌঁছালে মানুষ তাদের এক মুহূর্ত দেখার চেষ্টা করেন।
নিহতরা হলেন- মাইক্রোচালক উপজেলার আজিম সাবরেজিস্ট্রার বাড়ির হাজী মো. ইউসুফের ছেলে গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯), ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ওয়ার্ডে খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিশাম (১৬), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), একই বাড়ির পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭) ও মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭)।
এর আগে শুক্রবার (২৯ জুলাই) রাতে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল আলম। তিনি বলেন এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ইউএনও শাহিদ বলেন, আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।