মিরাজকে নিজ হাতে উপহার তুলে দিলেন কোহলি
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রবাদটাই যেন প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ এবং বিরাট কোহলি। ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠের ক্রিকেটের বিবাদটা যেন বোঝাই গেল না পরের দিন। যেখানে কোহলি রেখে গেলেন স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত।
রবিবার ঢাকা টেস্ট শেষে মিরাজকে জার্সি উপহার দেন কোহলি। যেন বুঝিয়ে দিলেন, মাঠের বিবাদ সেখানেই শেষ করে এসেছেন তিনি।
ঢাকা টেস্টে তৃতীয় দিনের খেলায় উত্তাপ ছড়িয়েছিল বেশ। শনিবার শেষ বিকেলের দিকে ১৪৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ভারত। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর দায়িত্বটা আসে কোহলির কাঁধে।
কিন্তু বিপর্যয়ের ত্রাতাও যে কাল ছিলেন পথহারা। বারবার সংগ্রাম করতে থাকা ডানহাতি ব্যাটারকে ১ রানেই থামিয়ে দেন মিরাজ। ৩৭ রানেই ৪ উইকেট নেই ভারতের। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কোহলিকে ফিরিয়ে অন্ধকারেও আশার আলো দেখতে শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের এই পরিস্থিতিতে কোহলির উইকেট তো বড় উদযাপনের উপলক্ষ্যই। বাংলাদেশও করল তাই। তারকা ব্যাটারের ক্যাচটা শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল তালুবন্দি হতেই ভো-দৌড় শুরু করেন মিরাজ।
স্বাভাবিকভাবেই উইকেটের পর উদযাপন থাকবেই। কিন্তু মিরাজের উদযাপনের এমন আতিশয্য চোখে লেগেছে কোহলির। বরাবরের মতো গরম মেজাজের কোহলিও এর প্রতিবাদ করেন। কিন্তু শেষমেষ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
তবে ঢাকা টেস্ট জয়ের পর রোববার দুপুরে মিরপুরে সেই কোহলিকেই পাওয়া গেল ভিন্ন রূপে। মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন। কথা বলেছেন খোশ মেজাজে। শুধু মিরাজই নয়, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেছেন।
মিরাজকে নিজের ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন কোহলি। সেখানে লিখে দিয়েছেন শুভকামনার বার্তাও। তারকা ব্যাটারের থেকে এমন উপহারে উচ্ছ্বসিত মিরাজ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির থেকে পাওয়া বিশেষ উপহার।’
বিশ্বকাপ জয়ের নায়ক হলেও মার্টিনেজকে যে কারণে রাখতে চায় না তার ক্লাব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।