স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচের মতো মিরপুরে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদকে যোগ্য সঙ্গ দিচ্ছেন।
সতীর্থরা যেখানে ভারতের বোলারদের দাপটে যাওয়া আসার মিছিলে ছিলেন সেখানে মিরাজ বুক চিকিয়ে লড়ে যাচ্ছেন।
মিরাজের উইলো থেকে অর্ধশতক রান এসে গেছে। ৫৫ বল খেলে ফিফটির দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ-মিরাজ মিলে দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৫০ রানে। আর মিরাজ ৫৩ রান করেছেন। মিরাজ ২টি ছয়, ৩ রানে অর্ধশতক করেছেন মিরাজ।
বাংলাদেশের স্কোর ছয় উইকেটে ১৭৮ রান। ৪১ তম ওভারের খেলা শেষ।
এর আগে সাকিব আল হাসানের পরপরই সাজঘরে ওয়াশিংসটন সুন্দরের অফ স্ট্যাম্পের বাইরের বলে বোল্ড আউট হয়ে শূন্য রানেই ফিরেন আফিফ। আর শিখর ধাওয়ানের কাছে লেগে স্লিপে ক্যাচে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক। পরে রিভিউ নিলেও তা সহায় হয়নি মুশফিকের।
৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে দারুণ নৈপুণ্য সাজানো তিনটি চার উপহার দেন তিন নম্বরে নামা এই টাইগার ব্যাটার। ভারতীয় পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির কাছে পরাস্ত হন শান্ত। শান্তর পর এক চারে ২০ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসান।
ওপেনার আনামুল হক বিজয়ের পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান টাইগার অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানে সিরাজের ইনসুইঙ্গার লেন্থে করা বলে বোল্ড আউট হয়ে ফিরে যান লিটন। লিটন বলটিকে ব্যাট-প্যাড ফাঁকা রেখে সোজা খেলার চেষ্টা করছিলেন। তবে বলের গতির কাছে হার মানেন লিটন। ২৩ বলে এক চারে ৭ রান করে ফেরেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।