আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
এর আগে, গেল বছরের ৩রা নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।
আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির মির্জা ফখরুল ছাড়াও এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এবং দুইজনের মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় স্থগিত করেন।
এছাড়া, ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তা স্থগিত করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


