জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আসছেন পিটার ডি হাস। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) তার মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এরপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। বর্তমান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন হাস।
এর আগে গত জুলাই মাসে বাংলাদেশসহ চার দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মনোনয়ন দেন তিনি। শনিবার জো বাইডেনের সেই মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট।
এর ফলে ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের নিয়োগ চূড়ান্ত হলো। এছাড়া গত জুলাইয়ে ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকেও মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্বপালন করছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরে নিজের কর্মজীবনে পিটার হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায়ও দক্ষ।
প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়নের পর মার্কিন সিনেটে তার সেই নিয়োগ চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল। শনিবার সেটিও সম্পন্ন হওয়ায় পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে, আর্ল মিলার ২০১৮ সালে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় নিয়োগ পেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালের দায়িত্বে ৩ মন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।