Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর এক মহাসড়কে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চীনের দুই নাগরিক নিহত ও আরো চারজন আহত হয়েছে। মিশরের চীনা দুতাবাস একথা জানায়। খবর সিনহুয়ার।
দূতাবাসের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, রাজধানী কায়রোর উত্তরের মাদি জেলার ওই মহাসড়কে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবরে আরো বলা হয়, চিকিৎসার পর আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকার এ দেশ সফরে এসেছে।
দূতাবাস জানায়, বাসের টায়ার ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের দূতাবাস থেকে সহযোগিতা দেয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।