বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও ‘শান’ ছবির অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘‘গত ১৫ বছরে এমন ছবি নেই, যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনার একটি ছবিও দেখাতে পারবেন না- যেখানে ভালো গল্প, ডিরেকশন আর অভিনয়ের সমন্বয় ছিল, কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই ছবি, যার ভেতর সবকিছু আছে।’’ তিনি আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, ‘‘আমি টানা ৩৩ বছর কাজ করছি।
এমনভাবে টানা কাজ করার উদাহরণ আমাদের দেশে নেই; একমাত্র রাজ্জাক সাহেব ছাড়া। আমি ‘নতুন মুখের সন্ধানে’ থেকে চলচ্চিত্রে আজ অবধি কাজ করছি। আমার মতো টানা এত বছর কাজ করা শিল্পী এখন আর নেই। আমি বলছি, গত ১৫ বছরে এমন ছবি (শান) আসেনি।’’
আগামী ৭ জানুয়ারি বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে ‘শান’। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটিকে। সিনেমাটির মুক্তি উপলক্ষে ৪ জানুয়ারি দিনগত রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শান’র মান সম্পর্কে কথাগুলো বলেন মিশা।
৪ জানুয়ারি রাজধানীর বাংলামটরে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনটি হয়। সেখানে উপস্থিত হন এর নায়ক সিয়াম আহমেদ, নায়িকা পূজা চেরী, অভিনেতা মিশা সওদাগর, নাদের চৌধুরী, নির্মাতা এ রাহিমসহ অনেকে। পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম।
গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।