জুমবাংলা ডেস্ক : মিশ্র ফলের বাগান করে সফল হয়েছেন তরুন উদ্যোক্তা এ এসএম জিলকাফল ইসলাম জেমস। বর্তমানে তার বাগানে রয়েছে মালটা, কমলা, পেয়ারা, কুল বড়ই, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ। বাগানের প্রতিটি গাছেই ঝুঁলছে ফল।
জানা যায়, এ এসএম জিলকাফল ইসলাম জেমস বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের বাসিন্দা। পড়াশোনা শেষ করে অলস সময় কাটাচ্ছিলেন। তারপর মিশ্র ফলের বাগানের কথা চিন্তা করেন। যেই চিন্তা সেই কাজ। নিজের ৪ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান গড়ে তোলেন।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা বাগানে পরিচর্যার কাজ করছেন উদ্যোক্তা জেমস। বাগান পরিচর্যার জন্য রয়েছে আরো ৫ জন শ্রমিক। তার বাগানে রয়েছে কাশ্মীরি আপেল, থাইল্যান্ডের সাদাজাম, ভিয়েতনামী ও কেরালা নারিকেল, ভিয়েতনামী মালটা, আপেলসহ আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, মিয়াজাকি ইত্যাদি জাতের আম, চায়না লেবু, গোল্ডেন পেয়ারা। প্রায় সবগুলো গাছেই ফল ধরেছে। প্রতিদিন অনেক মানুষ তার বাগান দেখতে ও বাগান করার পরামর্শ নিতে আসছেন।
জেমস বলেন, পড়শোনা শেষ করে অলস সময় কাটাচ্ছিলাম। চিন্তা করছিলাম আমার এমন কিছু করা দরকার যাতে নিজের পাশাপাশি যেন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। তারপর দেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে ৪বিঘা জমিতে মিশ্র ফলের বাগান গড়ে তুলি।
তিনি আরো বলেন, বাগানটি করতে আমার প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে আমার বাগানে প্রায় শতাধিক ফলের বাগান রয়েছে। ইতিমধ্যে মালটা, কমলা ও কুল ফল বাজারজাতও শুরু করেছে। প্রায় দেড়শ মণ’ কুল বড়ই ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি করেছে। এছাড়াও মালটা ১০ মণ ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এতে তার প্রায় ৫ লাখ টাকার মতো আয়ও হয়েছে।
জেমস আরো বলেন, পরিপক্ক একটি গাছে সর্বোচ্চ ১ মণ ফল পাওয়া যাবে। অনেক পাইকার তার বাগানে বিভিন্ন ফল কিনতে নিয়মিত যোগাযোগ করছেন। তিনি আশা করছেন পুরোপুরি বাজারজাত শুরু হলে প্রতি বছর এই বাগান থেকে প্রায় ২০-২৫ লাখ টাকা আয় করতে পারবো।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, আমরা জেমসের বাগানটি পরিদর্শন করেছি। তিনি আধুনিক পদ্ধতিতে বাগান করেছেন। মিশ্র ফলের বাাগন করে তার বেশ সুনাম হয়েছে। তিনি মিশ্র ফলের বাগানকরে সফল হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা। তার এমন উদ্যোগ দেখে আশেপাশের অনেক বেকার যুবক কৃষি কাজে অনুপ্রাণীত হচ্ছে। আমরা তাকে সবধরনের পরামর্শ ও সহযোগীতা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।