বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের আলোচিত মুখ মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা গল্পে তিনি প্রায়ই থাকেন শিরোনামে। তবে নতুন বছরটি মিষ্টি জান্নাত শুরু করেছেন পুরোপুরি পেশাগত ব্যস্ততার মধ্যে দিয়ে।
Table of Contents
স্টেজ শো ও আন্তর্জাতিক সফর
সম্প্রতি সিঙ্গাপুরে একটি স্টেজ শো করেছেন মিষ্টি জান্নাত। এই আয়োজনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, লুইপা এবং ওপার বাংলার শিল্পী আকাশ সেন। দেশের বাইরের স্টেজ শোগুলোতেও এখন নিয়মিত মুখ হয়ে উঠছেন মিষ্টি জান্নাত।
ওয়েব সিরিজ ও সিনেমার কাজ
অভিনয়ে সময় দিচ্ছেন নিয়মিত। মিষ্টি জান্নাত বলেন, “সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ করেছি, যেটি প্রায় শেষের দিকে।” পাশাপাশি নতুন একটি সিনেমার কাজও খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছেন তিনি।
আসন্ন অনুষ্ঠান ও পরিকল্পনা
মিষ্টি জান্নাত জানিয়েছেন, আগামী মাসে তিনি যাচ্ছেন লন্ডনে আরেকটি স্টেজ শোতে অংশ নিতে। এছাড়া বিজ্ঞাপনের কাজ নিয়েও কথা চলছে।
সংক্ষিপ্ত পরিচয়
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তারপর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।
মিষ্টি জান্নাত নতুন বছর শুরু করেছেন অভিনয়, স্টেজ শো ও আন্তর্জাতিক সফরের ব্যস্ততায়। ওয়েব সিরিজ, সিনেমা ও বিজ্ঞাপনের কাজ নিয়ে তিনি রয়েছেন আগের চেয়েও সক্রিয়। রুপালি পর্দায় নিয়মিত উপস্থিতির পাশাপাশি মিষ্টি জান্নাত নিজেকে বহুমাত্রিক এক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।