আন্তর্জাতিক ডেস্ক : পিরামিড। বরাবরই বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়। যার প্রতিটি পরতেই লুকিয়ে আছে শতাব্দী পুরনো হাজারো ইতিহাস। অনন্য এ নির্মাণশৈলীকে পাখির চোখে দেখতে মিসরে আয়োজন করা হয়েছে ‘প্যারামোটর ইভেন্ট’। দেশটির সবচেয়ে বড় পিরামিডের অসাধারণ রূপ উড়ে উড়ে দেখলেন বহু উৎসাহী মানুষ। যেন ঠিক পাখির মতো আকাশে উড়ে উড়ে পিরামিড দেখা। খবর রয়টার্সের।
পিরামিডের ২০০ মিটার ওপর থেকে উড়ে উড়ে অনন্য এই নির্মাণশৈলীর অসাধারণ রূপ দেখলেন অংশগ্রহণকারীরা। আয়োজনের উদ্যোক্তা প্যারামোটর স্পোর্টস ভিত্তিক প্রতিষ্ঠান স্কাইওয়ান। ভিন্ন চোখে প্রকৃতিকে দেখতে বিশ্বব্যাপী বিভিন্ন পর্যটন স্থানে ইভেন্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
স্কাইওয়ানের ম্যানেজার সামেহ মেবার বলেন, আমাদের জন্য এটা শুধুমাত্র কোনো খেলা নয়। প্রকৃতিকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা। ২০১৭ সাল থেকে আমরা কাজ করছি। মিসরে এ ধরনের আয়োজন নতুন। প্রায়ই আমরা এমন আয়োজন করে থাকি। আমরা চেয়েছি পর্যটকরা ভিন্নভাবে দেখবে পিরামিডের রূপ।
সম্প্রতি বেশ জনপ্রিয় একটি উড়ন্ত যান প্যারামোটর। দেখতে কিছুটা প্যারাস্যুটের মতো হলেও এটির সাথে যুক্ত থাকে মোটর ইঞ্জিন। ইঞ্জিনের ব্যাগ কাঁধে ঝুলিয়ে দিতে হয় উড়াল।
আয়োজনে স্থানীয়দের সাথে অংশ নেয় ব্রাজিলের একদল পেশাদার প্যারামোটর পাইলট। পিরামিডের ইভেন্ট শেষে মিসরের প্রাচীন শহর লাক্সো ও মার্সা আলামেও ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
ঘুরতে আসা এক পাইলট বলেন, একজন প্যারামোটর পাইলট হিসেবে আমার স্বপ্ন ছিল পিরামিডের ওপরে উড়া। বন্ধুদের সাথে নিয়ে এসেছি ইভেন্টে অংশ নিতে। অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই।
আগামী অক্টোবরে মিসরের পর্যটন খাতের প্রচারে, স্কাইওয়ান আয়োজন করতে চলছে পঞ্চম আন্তর্জাতিক ইজিপ্ট গেট ইভেন্ট। উৎসবে দেশটির ঐতিহাসিক বেশ কিছু স্থান প্যারামোটরে চড়ে দেখার সুযোগ মিলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।