আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সিনাইয়ে সামরিক অভিযানে কমপক্ষে ৭০ চরমপন্থী নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও হতাহত হয়েছেন।
রবিবার মিসরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭০ চরমপন্থী নিহত হয়েছেন। খবর এএফপির
বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সেনা হতাহত হয়েছেন।
মিশর ২০১৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চরমপন্থীরা কয়েকশ পুলিশ সদস্য, সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানা গেছে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী অভিযান শুরু করে।
সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।