বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২১ এর বিজয়িনী ভারতের হারনাজ সান্ধু। ইজরায়েলের মাটিতে ৭৯ দেশের সুন্দরীদের পরাজিত করে তিনি জিতে নিয়েছেন মিস ইউনিভার্স এর মুকুট। তার এই জয়ের সঙ্গে সঙ্গে ২১ বছর পর আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ উজ্জ্বল হলো। সুস্মিতা সেন, লারা দত্তের পরে তৃতীয় বার ভারতের হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়ে এলেন হারনাজ।
মিস ইউনিভার্স হওয়ার পরে রাতারাতিই বদলে গেল হারনাজের জীবন। আগামী এক বছরের জন্য তিনি বিলাসবহুল জীবনযাপন করবেন নিউইয়র্কের সুবিশাল পেন্টহাউজে। বিলাসবহুল সামগ্রীতে ভরা সেই পেন্টহাউস। এক বছরের জন্য মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। তার মাথার চুল থেকে শুরু করে ত্বক, ডায়েট সবটাই এখন স্পেশালিস্টদের নজরে থাকবে।
এক বছরের জন্য তিনি পাবেন নিজস্ব মেকআপ আর্টিস্ট। যিনি তার সৌন্দর্যের দেখভাল করবেন। এছাড়া তার ত্বকের খেয়াল রাখার জন্য, ডায়েট নির্বাচন করার জন্য আলাদা আলাদা পেশাদার লোক থাকবেন। আগামী এক বছর পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন মিস ইউনিভার্স। মিস ইউনিভার্স সংস্থার সংশ্লিষ্ট সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে তাকে।
মিস ইউনিভার্স সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সমস্ত দায়িত্ব পালন করার বদলে প্রতিমাসে মোটা অঙ্কের বেতন পাবেন হারনাজ সান্ধু। অংকটা ৬-৭ লক্ষ টাকার কবে হবে না। এছাড়াও সিনেমা এবং বিজ্ঞাপনের শুটিংয়ের প্রস্তাবও আসবে মিস ইউনিভার্সের কাছে।
উল্লেখ্য, ২০২১এ মিস ইউনিভার্স হওয়ার পর হারনাজের মাথায় যে মুকুটটি উঠেছে সেটি আসলে বিশ্বের সবথেকে দামি মুকুট হিসেবে চিহ্নিত। ১ হাজার ৭২৫টি হিরে বসানো রয়েছে এই মুকুটে। মুকুটের ওজন প্রায় ১ কেজি। এর দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭ কোটি টাকার সমান। এর আগে মিস ইউনিভার্সের আর কোনও প্রতিযোগীর জন্য এত দামি মুকুট তৈরি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।