আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে দেশত্যাগের অভিযোগে অর্ধশতাধিক রোহিঙ্গাকে শুক্রবার আদালতে হাজির করেছে মিয়ানমার। শিশুসহ এসব রোহিঙ্গা এসময় কান্নায় ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২৮ নভেম্বর ইরাবতি নদীর একটি চর থেকে ৯৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তারা পশ্চিমের রাখাইন রাজ্য ছেড়ে সাগর পথে দেশ ত্যাগের চেষ্টা করছিল বলে অভিযোগ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
ইমিগ্রেশন কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার জন্য ২৩ শিশুসহ রোহিঙ্গাদের পাথেইন শহরের একটি আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বিদেশ ভ্রমণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রোহিঙ্গাদের পক্ষে থাকা আইনজীবী থাজিন মিন্ট মায়াত উইন বলেন, ‘সেখানকার পরিস্থিতি জটিল বলে তারা পালাচ্ছিল বলে জানিয়েছে রোহিঙ্গারা’।
অনুবাদকের মাধ্যমে বিচারক খিন মায়াত মায়াত তুন যখন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছিলেন তখন তারা কাঁদছিল।
এসময় বিচারক বলেন, ‘শুনানির সময় আপনারা আদালতে শব্দ করতে পারবেন না। এমনটা করলে আপনারা আপনাদের অধিকার হারাবেন’।
এক পর্যায়ে রোহিঙ্গাদের একজন জানান, তারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে নি।
এর জবাবে বিচারক বলেন, তাদের আইনজীবী এ বিষয়ে যা বলার বলবে। তাদের কথা বলার কোনো প্রয়োজন নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।