আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, এক বছর আগে ঘটানো মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ ও যুদ্ধাপরাধে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে। খবর এএফপি’র।
ইউনাইটেড ন্যাশনস ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’র প্রধান নিকোলাস কৌমজিয়ান এক বিবৃতিতে বলেন, গত বছর পাওয়া এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট বিশৃংখলাপূর্ণ পরিস্থিতিতে দেশটিতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের সামিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।