স্পোর্টস ডেস্ক: মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। মুখে অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা সেরেনা নিজেকে ফিট মনে না করায় এই টুর্নামেন্টে খেলছেন না।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার আগে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।
এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে এক বিবৃতিতে সেরেনা বলেন, মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আমি সত্যিই হতাশ। এখানে আমার বাড়ি বলে মিয়ামি টুর্নামেন্ট আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। এ বছর অত্যন্ত চমৎকার কিছু সমর্থককে দেখতে পাব না বলে খারাপ লাগছে। আশা করছি দ্রুতই এখানে আবারও ফিরে আসতে পারব।
গত বছর করোনা মহামার্র কারণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। সেরেনা নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের আকর্ষণ আরও কমে গেল বলে সংশ্লিষ্টদের ধারণা। আটবার এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন ৩৯ বছর বয়সী সেরেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।