
জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের তাগিদে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মুকসুদপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে মুকসুদপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। উপজেলা হাসপাতালের পক্ষে সিলিন্ডারটি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা: রিজভী আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুরআওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ।
মুকসুদপুর একটি বাড়ি একটি খামার অফিসের ব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, মুকসুদপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।