জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহ জেলার মুক্তাগছা উপজেলীর ৩য় পর্যায়ে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪০ আধা পাকা গৃহ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
উপজলা প্রশাসনের তত্বাবধানে গৃহগুলো নির্মিত হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর জানান,প্রতিটি গৃহ নির্মাণের জন্য ২ লাক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এতে মোট ব্যয় হচ্ছে ৯৬ লাক্ষ টাকা।তিনি বাসস কে আরও জানান নিয়মিত তদারকির মাধ্যেমে প্রতিটি ঘর নির্মাণে শতভাগ গুনগত মান নিশ্চিত করা হচ্ছে।আগামী মার্চ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।প্রতিটি গৃহের দৈর্ঘ্য ১৯ ফুট ও প্রস্থ ১০ ফুট।সেই সাথে রয়েছে বারান্দা,রান্নাঘর ও বাথরুম।
নির্বাহী অফিসার আরও জনান, কর্মসূচির আওতায় উপজেলার ১০ টি ইউনিয়নে ১ম পর্যায়ে ৫০ জন গৃহহীন পরিবার এবং দ্বিতীয় পর্যায়ে ৪৫ জন মোট ৯৫ গৃহহীন পরিবারর মাঝে প্রতে ্যক পরিবারকে ১টি আধাপাকা ঘর প্রদান করা হয়েছে।এসব ঘর পেয়ে গৃহহীন পরিবারের সদস্যরা খুবই খুশী এবং পরিবার পরিজনদের নিয়ে সুখেই আছে বলে তারা জানান।
সুত্রটি জানান,উপকারভোগীদের মাঝে সরকারি উদ্যোগে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা ছাড়াও উপকারভোগীদের জীবনমান উন্নয়ন কল্পে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষন (কৃষি,মৎস্য,প্রাণিসম্পদ,মহিলা বিষযয়ক সমবায় যুব পরিবার পরিকল্পনা ও শিক্ষা বিষয়)এর আওতায়ধীন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইতিমধ্যে ২০ জন উপকারভোগীকে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকী উপকারভোগীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রত্যেকটি ঘর গ্রোথ সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে নির্মাণ করা হয়েছ বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।