জুমবাংলা ডেস্ক : ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম। এক কোটি লোকের সঙ্গে আমিও ভারতে ছিলাম। তখন দেখেছি তৎকালীন ভারত সরকার, ভারতের জনগণ, সশস্ত্রবাহিনী আমাদের সহযোগিতা করেছে। একইসঙ্গে সর্বাত্মক সহযোগিতা করেছে রাশিয়াও। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ রবিবার সকাল ১১টায় স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট, রাশিয়ান হাউস ইন ঢাকা ও জাতীয় জাদুঘর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, যেসব দেশ আমাদের বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে ভারত ও রাশিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তিনি বলেন, কৃষক-শ্রমিকসহ সব স্তরের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধুর আহ্বান ছিল। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ান হাউস ইন ঢাকার ডিরেক্টর পাবেল এ দেবচেঙ্কভ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, আবু সাঈদ চাঁদ গত ১৯ মে রাজশাহী জেলার বানেশ্বরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। উক্ত বক্তব্যের জেরে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর ২৫ মে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।