মুক্তির আগেই বিতর্ক, ১০ দৃশ্য কাটতে হলো সিনেমাটির
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ান সিনেমা ‘পুলাউ’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেশটিতে গত কয়েক বছরে সিনেমা নিয়ে এমন বিতর্ক দেখা যায়নি। ১৬ জানুয়ারি থ্রিলার ধাচের এ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই সমালোচনার সূত্রপাত হয়। জানা যায়, মুক্তি না পাওয়া এই সিনেমা থেকে ইতোমধ্যেই ফেলে দিতে হয়েছে ১০টি দৃশ্য। দ্য স্টার
ফ্রেড চং প্রযোজিত এই সিনেমাটি ‘যৌনতা নিয়ে ইঙ্গিতপূর্ণ’ দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলে মুক্তির আগেই নিষিদ্ধ করেছে দেশটির তেরেঙ্গানু রাজ্য। আরও কয়েকটি রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমাটির ভাগ্যে সেন্সর ছাড়পত্র মিললেও তা পেতে খুব ঝামেলা হয়েছিলো বলে জানিয়েছেন প্রযোজক। তিনি বলেছেন, সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগে ছয়টি দৃশ্য কর্তন করেছি। সেন্সর বোর্ডে আরও চারটি কাটতে হয়েছে, সাকল্যে ১০টি দৃশ্য বাদ দিতে হয়েছে।
তেরেঙ্গানু রাজ্য বাদে ৯ মার্চ মালয়েশিয়ায় ১২৪ সিনেমা হলে মুক্তি পাবে ‘পুলাউ’। সিনেমাটি নিয়ে খুব আশাবাদী চং। তিনি বলেন, ‘আমি আশা করছি, সিনেমাটি দেখার আগেই দর্শকরা বিচার করবে না। সিনেমায় বেশ কিছু বিষয়ে গভীর বার্তা দেওয়া হয়েছে। একদল তরুণের গল্পে আবর্তিত হয়েছে সিনেমার গল্প, যাঁরা এক বাজিতে হেরে এক ভুতুড়ে দ্বীপে ভ্রমণে যান। সেখানে নানা অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়।’
পরিচালক ইয়ো হো পরিচালিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিফ সাতার, ইকমাল আর্মি, জোয়ি লিয়ং, সানজানা সুরি প্রমুখ।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।